অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্সের প্রেসিডেন্ট বলছেন যে উগ্রপন্থি ইসলামিদের প্রথম শিকার হচ্ছে মূলধারার মুসলমানরা


ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দে বলছেন যে মুল ধারার মুসলমানরাই হচ্ছে , উগ্রপন্থি ইসলামবাদীদের প্রথম শিকার।মি ওলান্দে প্যারিসে Arab World Institute এ বক্তব্য রাখছিলেন । এই প্রতিষ্ঠানটি ফরাসী এবং আরব সংস্কৃতির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায়। মি ওলান্দে বলেন যে গত সপ্তায় ব্যঙ্গ পত্রিকা শার্লি এব্দোতে গুলি চালানোর মতো ঘটনা আস্থা খর্ব করতে পারে কিংবা মানুষকে তার বার্তা উচ্চ কন্ঠে উচ্চারণে অনুপ্রাণিত করতে পারে ।

মি ওলান্দে বলেন যে উগ্রবাদী ইসলাম দীর্ঘ দিন ধরে নিস্পত্তিবিহীন পরস্পর বিরোধীতা , প্রভাব , দারিদ্র , অসাম্য , সংঘাতে নিমজ্জিত রয়েছে। আর মুসলমানরাই হচ্ছে উগ্রবাদ, মৌলবাদ এবং অসহিষ্ণুতার প্রথম শিকার।

তিনি বলেন যে আমাদের আরও মনে রাখতে হবে আর সেই কথাটা আমি আরব বিশ্বে যেখানে গিয়েছি সেখানেই বলেছি যে ইষরাম হচ্ছে গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ; আমাদেরকে সব কিছু একসঙ্গে গুলিয়ে ফেলে বিভ্রান্তি সৃষ্টি করা পরিহার করতে হবে । আর এই ফ্রান্সে , ফরাসি মুসলমানদের সেই একই অধিকার রয়েছে , যেমনটি রয়েছে অন্য সব নাগরিকের।

গত সপ্তার হামলার আরও দু জন শিকারের শেষ কৃত্যানুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়।

XS
SM
MD
LG