অ্যাকসেসিবিলিটি লিংক

মালালা ইউসুফজাইকে গুলি করার ঘটনায়১০ জনের প্রত্যেককে ২৫ বছর মেয়াদের জন্যে কারাদন্ড দেওয়া হয়েছে


২০১২ সালে মালালা ইউসুফজাইকে গুলি করার ঘটনায় সম্পৃক্ত থাকার জন্যে ১০ জনের প্রত্যেককে ২৫ বছর মেয়াদের জন্যে কারাদন্ড দেওয়া হয়েছে।

এই লোকগুলোর মধ্যে সেই বন্দুকধারী অন্তর্ভুক্ত নয় যারা আসলেই মালালাকে গুলি করেছিল। মনে করা হচ্ছে গুলি চালক সীমান্ত পেরিয়ে আফগানিস্তানে পালিয়ে গিয়েছে।

মেয়েদের শিক্ষার পক্ষে কাজ করে যাওয়ায় তালিবান , মালালাকে লক্ষবস্তুতে পরিণত করে।

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের সোয়াত উপত্যকার অধিবাসী মালালাকে স্কুল বাসে মাথায় গুলি করা হয়। ঐ একই হামলায় আরও দু জন মেয়ে আহত হয়। মালালা ব্রিটেনে গিয়ে চিকিৎসা করান , সেখানেই তিনি তাঁর লেখাপড়া অব্যাহত রাখেন এবং সেই সঙ্গে শিক্ষার পক্ষে তাঁর আন্দোলন ও।

মাত্র ১৭ বছর বয়সে , গত বছর , মালালা নোবেল পুরস্কার পান । তিনি হচ্ছেন নোবেল পুরস্কার বিজয়ী কনিষ্ঠতম ব্যক্তি।

XS
SM
MD
LG