অ্যাকসেসিবিলিটি লিংক

বিধ্বস্ত মালায়েশিয়া বিমানের ১৯৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে


კლიმატის ცვლილების სამიტს რომში დედამიწის ფორმის საჰაერო ბუშტის გაშვებით გამოეხმაურნენ
კლიმატის ცვლილების სამიტს რომში დედამიწის ფორმის საჰაერო ბუშტის გაშვებით გამოეხმაურნენ

রবিবার ইউক্রেনের পূর্বাঞ্চলের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের স্থানীয় বিভাগ থেকে বলা হয় বিধ্বস্ত মালায়েশিয়া বিমানের ২৯৮ যাত্রী ও ক্রুর ১৯৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তিন দিন আগে বিমান বিধ্বস্ত হয়।

মৃত দেহগুলো কোথায় রাখা হয়েছে তাৎক্ষনিক তা সুস্পষ্ট হয়নি।

অবশ্য রয়টার সংবাদ সংস্থা রবিবার জানিয়েছে রেল কর্মীরা বলেছে বিধ্বস্ত বিমান থেকে উদ্ধার করা মৃত দেহগুলো ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দূরে টোরেজ শহরে একটি ট্রেন স্টেশনে শীতাতপ নিয়ন্ত্রিত রেলের কামরায় রাখা হয়েছে।

ঘটনাস্থলে তদন্তকারীরা যাওয়ার আগে, বিমান ভূপাতিত হওয়ার স্থানটি যথাযথভাবে সংরক্ষণ না করায় আন্তর্জাতিক মহল ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে।

ওই এলাকা নিয়ন্ত্রন করে রুশ পন্থী বিদ্রোহীরা। তারা তদন্তকারীদের সেখানে প্রবেশ সীমিত রাখা অব্যাহত রেখেছে।

XS
SM
MD
LG