অ্যাকসেসিবিলিটি লিংক

মালয়েশিয়ায় বিরোধি দলের সমাবেশে হাজার হাজার লোকতে অংশ নেয় – বিক্ষোভ প্রদর্শন করে


মালয়েশিয়ায় ,ব্যাপক কারচুপির মধ্যে দিয়ে নির্বাচন করিয়ে – নির্বাচন জিতে জোট সরকার দীর্ঘকাল ক্ষমতায় বসে থেকেছে , বিরোধি দলের এ অভিযোগের ভিত্তিতে যে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় হাজার হাজার লোক তাতে অংশ নেয় – বিক্ষোভ প্রদর্শন করে । বিরোধি দলিয় নেতা আনোয়ার ইব্রাহিম এ বিক্ষোভ সমাবেশের ডাক দেন । এ ডাকে যোগদানকারিদের ভিড়ে মালয়েশিয়ার উপকন্ঠে অবস্থিত স্টেডিয়াম কানায় কানায় ভরে ওঠে । যদিও মালয়েশিয়ার পুলিশ সমাবেশে যোগদান কারিদেরকে গ্রেফতার করা হবে বলে হূঁশিয়ারি দিয়েছিলো ।
ন্যাশনাল পুলিশের প্রধান ইসমাইল ওমর বলেন –আনোয়ার ঐ সমাবেশের অনুমতি চেয়ে সরকারের কাছ থেকে পারমিটের প্রার্থনা না জানানোয় এ সমাবেশ বৈধ নয় ।
রবিবারের নির্বাচনে জাতিয় ফ্রন্ট কোয়ালিশন বিপূল সংখাগরিষ্ঠতায় সংসদ আসনে জিতেছে বলে ফলাফলে বলা হয় – যদিও জনগনের প্রত্যক্ষ ভোটের ফলাফলে ৪৪ বছরে এই প্রথম তারা হেরে গিয়েছে ।
XS
SM
MD
LG