অ্যাকসেসিবিলিটি লিংক

মালয়েশিয়ায় প্রথম যিকা ভাইরাস সংক্রমিত অন্ত:সত্বা মহিলার সন্ধান মিলেছে


মালয়েশিয়ায় এই প্রথম মশা বাহিত যিকা ভাইরাস সংক্রমিত অন্ত:সত্বা এক মহিলার সন্ধান মিলেছে বলে বলা হচ্ছে।

স্বাস্থ মন্ত্রী সুব্রামানিয়াম আজ বুধবার সাংবাদিকদের জানান- ২৭ বছর বয়সি বিবাহিত এই মহিলা সিঙ্গাপুর সীমান্ত সংলগ্ন দক্ষিনী রাজ্য জোহোরের বাসিন্দা । সিঙ্গাপুরে এখন যিকা ভাইরাসের সংক্রমন দেখা দিয়েছে- মোটমাট দু’ পঁচাত্তর জনের দেহে যিকা সংক্রমনের আলামত পাওয়া গিয়েছে।

সূব্রামানিয়াম জানান- তিন চার মাসের অন্ত:সত্বা ঐ নারীর শরীরে কিভাবে এ মাইক্রোসেফালী নামে চিহ্নিত মারাত্মক ব্যাধির সংক্রমন ঘটলো সেটা স্পষ্ট নয়। ঐ ব্যাধির কারণে অস্বাভাবিক ক্ষুদ্রাকারের মাথা এবং ভবিষ্যতের সম্ভাব্য শারিরীক গড়ন-গঠন-আচরনের সমস্যা নিয়ে জন্ম নেয় শিশুসন্তান।ঐ মহিলা জানান- হালে তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন এবং তাঁর স্বামী দৈনন্দিন কর্মসংস্থান সুবাদে সেখানে যাতায়াত করে থাকেন।

মালয়েশিয়া প্রথম যিকা সংক্রমনের খবর দেয় গত সপ্তাহে- হালেই সিঙ্গাপুর গিয়েছিলেন ৫৮ বছর বয়সি এমনি এক মহিলার শরীরে।

XS
SM
MD
LG