অ্যাকসেসিবিলিটি লিংক

মালায়েশিয়ার নিখোঁজ বিমানটি নির্দিষ্ট পথ থেকে দূরে ছিল


মালায়েশিয়ার সামরিক বাহিনী বলছে যে শনিবার নিখোঁজ তাদের জেট বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার নির্দিষ্ট আকাশ পথ থেকে অনেক দূরে সরে গিয়েছিল।

মঙ্গলবার কর্মকর্তারা জানান যে ফ্লাইট 370 কে রাডারে দেখা গেছে মালাক্কা প্রণালীর উপরে যা কীনা নির্দিষ্ট পথের কয়েক শ কিলোমিটার পশ্চিমে যে খানে অসামরিক বিমা চলাচল নিয়ন্ত্রণ কক্ষটির সঙ্গে বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঐ প্রণালীটি হচ্ছে বিশ্বের জাহাজ চলাচলের অন্যতম ব্যস্ত পথ এবং সেটি মালায়েশিয়ার পশ্চিম তীর এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যবর্তী স্থান থেকে বয়ে গেছে।

২৩৯ জন আরোহী সহ ঐ বোয়িং 777, এর অবস্থান এখনও রহস্য হয়েই আছে। শনিবার সকালে কুয়ালালামপুর বিমান বন্দর ত্যাগ করার প্রায় এক ঘন্টা পরই কোন রকম দূর্যোগের আভাষ না দিয়েই বিমানটি হারিয়ে যায়।

ইন্টার পলের প্রধান বলছেন যে মনে হচ্ছে বিমানটি নিখোঁজ হওয়ার সঙ্গে সন্ত্রাসবাদের কোন সম্পর্ক নেই । তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিচালক John Brennan বলছেন যে তিনি এই আশঙ্কা নাকচ করে দিচ্ছেন না।
XS
SM
MD
LG