অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে প্রথম ম্যালেরিয়া মুক্ত হয়েছিল মালদ্বীপ


দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে প্রথম ম্যালেরিয়া মুক্ত হয়েছিল মালদ্বীপ। তারপর অতি সম্প্রতি শ্রীলঙ্কা। ওয়র্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু) ভারতকে লক্ষ্য স্থির করে দিয়েছে, ২০৩০ সালের মধ্যে দেশ থেকে যেন পুরোপুরি ম্যালেরিয়া দূর করা যায়। কলম্বোয় এ বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে ভারতের স্বাস্থ্যমন্ত্রি, জে পি নাড্ডা বলেন, এ কাজে ভারতের একটা বড় সমস্যা হল প্রশিক্ষিত কর্মীর অভাব। তবে এর মধ্যেও কাজ এগোচ্ছে। যেমন, ২০১৪ সালে যেখানে ভারতে ম্যালেরিয়ার আক্রমণে মৃত্যুর সংখ্যা ছিল ৫৬২ জনের, ২০১৫-য় তা নেমে আসে ২৮৭ জনে। বা, অর্ধেকেরও কম। হু-র আঞ্চলিক উপদেষ্টা, আহমেদ জামশিদ মহামেদ এই সম্মেলনে বলেন, প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার সাফল্য থেকে ভারতের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। ভারতে ৮০% ম্যালেরিয়া আক্রমণ ঘটে উত্তর-পূর্ব ভারত এবং পূর্ব ও মধ্য ভারতের উপজাতি অধ্যূসিত অঞ্চলগুলিতে।

সে সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট

XS
SM
MD
LG