অ্যাকসেসিবিলিটি লিংক

মালিতে অপহৃত নির্বাচনী কর্মকর্তাদের মুক্তি দেওয়া হযেছে


মালিতে কর্মকর্তারা বলেছেন দেশের উত্তরাঞ্চলে বন্দুকধারীরা যাদের অপহরন করেছিল তাদের সকলকে মুক্তি দিয়েছ।

৪জন নির্বাচনি কর্মকর্তা সহ ৫ ব্যাক্তিকে শনিবার টেসালিট শহরে অপহরণ করা হয়। প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে এই ঘটনা ঘটলো। নির্বাচনের লক্ষ্য হচ্ছে দেশে গনতন্ত্র, শান্তি ও একতা পুনরপ্রতিষ্ঠা করা।

মালির এক কর্মকর্তা বলেন বন্দুকধারীরা বিচ্ছিন্নতাবাদী তুয়ারেগ জাতিগোষ্ঠি গ্রুপ MNLAর সদস্য বলে সন্দেহ করা হয়। গত মাসে তারা সরকারের সঙ্গে অস্ত্র বিরতি চুক্তি সাক্ষর করে।

২০১২ সালের জানুয়ারি মাসে MNLA মালির উত্তরাঞ্চলে স্বাধীন তুয়ারেগ প্রতিষ্ঠার অভিযান শুরু করে।
XS
SM
MD
LG