অ্যাকসেসিবিলিটি লিংক

মালিতে আক্রমণে, মালির পাশাপাশি গিনিও ৩ দিনের জন্য শোক দিবস পালন করছে


Tight security surrounds Malian President Ibrahim Boubacar Keita as he visits the Radisson Blu hotel in Bamako, Mali, Nov. 21, 2015.
Tight security surrounds Malian President Ibrahim Boubacar Keita as he visits the Radisson Blu hotel in Bamako, Mali, Nov. 21, 2015.

গিনির প্রেসিডেন্ট আলফা কনডি রবিবার বলেছেন প্রতিবেশী দেশ মালির বামাকোতে শুক্রবার সন্ত্রাসী আক্রমণে যে অন্তত ২১ জন নিহত হয়, তার দেশ মালির প্রতি সমর্থন প্রকাশের জন্য তিন দিন শোক পালন করবে।

কনডি তার জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন চতুরদিকে নজর রাখে এবং সন্দেহজনক কিছু চোখে পড়লে কর্তৃপক্ষকে জানিয়ে দেয়।

মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকার কেইটা পশ্চিম আফ্রিকার ওই দেশে জরুরি অবস্থা এবং সোমবার থেকে ৩ দিনের শোক দিবস পালনের কথা ঘোষণা করেছেন।

Rdisson Blu Hotelএ, যৌথ ভাবে হামলার দায় স্বীকার করেছে, পশ্চিম আফ্রিকার দুটি চরমপন্থী দল আল কায়দা সংশ্লিষ্ট AQIM এবং আল-মৌরাবিতউন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা AQIM কে হামলার জন্য প্রধান দায়ী গোষ্ঠি বলে উল্লেখ করেছেন।

XS
SM
MD
LG