অ্যাকসেসিবিলিটি লিংক

৫৬ দিনে ২০০টি নির্বাচনী জনসভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়


৫৬ দিনে ২০০টি নির্বাচনী জনসভা করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায়। অবশ্য এই প্রায় অসম্ভব কাজ সম্পন্ন হল প্রধানত হেলিকপটারে উড়ে উড়ে সভায় যাওয়ায়। প্রধান বিরোধী দল সিপিএম-এর অবশ্য কোনও হেলিকপটার ছিল না। তাদের প্রধান দুই বক্তা, সূর্যকান্ত মিশ্র আর মহম্মদ সেলিম মিলে ১৯৫টি জনসভায় বক্তৃতা করেছেন। হেলিকপটারের আয়োজন ছিল তৃণমূলের আরও দুই নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়ের জন্যও। রাজ্যে কংগ্রেসের প্রধান বক্তা ছিলেন রাজ্য সভাপতি অধীর চৌধুরি ছাড়াও দুই শীর্ষ নেতা সোনিয়া আর রাহুল গান্ধী। এঁরা সবাই হেলিকপটারের সওয়ারী। বিজেপির-ও কেন্দ্রীয় নেতারা মুখ্যত হেলিকপটার ব্যবহার করেছেন। প্রচার শেষ, বৃহস্পতিবার সাত দিনের ভোট গ্রহণও শেষ হল। এ বার ফলের আশায় ১৯ মে পর্যন্ত অপেক্ষা।

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00

XS
SM
MD
LG