অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ আফ্রিকার শোকার্ত জনগন নেলসান ম্যান্ডেলাকে সমাধিস্ত করেছে


দক্ষিণ আফ্রিকার জনগন আজ রবিবার নেলসান ম্যান্ডেলারকে শেষ বারের মত বিদায় দিলেন। তার পূর্ব পুরুষের গ্রাম কুনুতে তাকে সমাধিস্ত করা হয়েছে।

প্রায় ৪৫০০ বন্ধু বান্ধব, পরিবার এবং সম্মানিত ব্যাক্তি ছোট্ট ওই গ্রামে সমবেত হন নেলসান ম্যান্ডেলার অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাধিস্ত করা হয়। প্রয়াত প্রেসিডেন্ট ও সম্মানিত রাষ্ট্রনায়কের প্রতি শ্রদ্ধা জানান লোকজন।

পরে বিশেষ কয়েকজন অতিথি তাকে সমাধিস্ত করার অনুষ্ঠানে অংশ নেন। ২১ বার তোপদ্ধনী করে সামরিক অভিবাদন জানিয়ে এবং ওপর দিয় সামরিক হেলিকপ্টার ও বিমান চালনার পর নেলসান ম্যান্ডেলার মরদেহ সমাধিস্ত করা হয়।

১০ দিনের শোক পালন শেষ হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। নেলসান ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট এবং তিনি সেদেশে বর্ণবাদী শাসন অবসানের অভিযানে মূখ্য ভূমিকা পালন করেন।
XS
SM
MD
LG