অ্যাকসেসিবিলিটি লিংক

নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী মারিও ভারগাস ইয়োসার পরিচিত


নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী মারিও ভারগাস ইয়োসা
নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী মারিও ভারগাস ইয়োসা

২০১০ সালের নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী মারিও ভারগাস ইয়োসা বিশ্ব সাহিত্যর অংগনে সুপরিচিত দীর্ঘকাল।

তিনি বিশ্ব সাহিত্যে মর্যাদার আসন অর্জন করেন ১৮৬০ সালে তাঁর তিনটি উপন্যাস - “The Time of the Hero,” “The Green House,” এবং “Conversation in the Cathedral” – রচনার জন্য। এই পর্যন্ত তার লেখা ৩০টির ও বেশি উপন্যাস, নাটক ও নিবদ্ধগ্রন্থ প্রকাশিত হয়েছে।

৭৪ বছর বয়স্ক মারিও ভারগাস ইয়োসা বলেন, আমি মূলত একজন লেখক – এবং আমি যদি স্মরনীয় হই – তাহতে হতে চাই আমার লেখালেখি আর সাহিত্যকর্মের জন্য। অন্যদিকে আমি একজন নাগরিক আর আমার রাজনৈতিক চিন্তাধারা আছে।

তিনি নিউ ইউর্কের সাংবাদিকদের বলেন, এই পুরস্কার আসলে ল্যাটিন আমেরিকার সাহিত্যের প্রতি ঐতিহাসিক এক আন্তর্জাতিক স্বীকৃতি

XS
SM
MD
LG