অ্যাকসেসিবিলিটি লিংক

মার্টিন লুথার কিং জুনিয়র স্মরণ করতে ওয়াশিংটনে হাজার হাজার মানুষ


The Martin Luther King Jr. Memorial in Washington, August 22, 2013.
The Martin Luther King Jr. Memorial in Washington, August 22, 2013.
নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মহানায়ক, প্রায় অর্ধ শতাব্দী আগে যিনি তাঁর ভাষণে, ‘আই হ্যাভ এ ড্রিম’ উক্তি করে লক্ষ কোটি মানুষের হৃদয় জয় করেছিলেন, সেই মহান নেতা মার্টিন লুথার কিং জুনিয়র’কে স্মরণ করতে শনিবার হাজার হাজার মানুষ জড়ো হন ওয়াশিংটনে।

১৯৬৩ সালে বর্ণ বৈষম্যের কবল থেকে বেরিয়ে আসার জন্য যখন সংগ্রামে লিপ্ত আফ্রিকান-আমেরিকানরা, যখন তাদের ভোটাধিকার পর্যন্ত সীমাবদ্ধ করা হল, সীমাবদ্ধ করা হল ভাল চাকুরীর ক্ষেত্র, আর তখন মার্টিন লুথার কিং এসবের বিরুদ্ধে প্রতিবাদ করে জাগিয়ে তুলেছিলেন মানুষের বিবেক।

৫০ বছর পর মার্টিন লুথার কিং বার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা স্বীকার করলেন বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির কথা। আবার অনেক ক্ষেত্রে সমস্যা রয়ে গেছে এমন কথাও বললেন কেউ কেউ। অন্যান্যের মধ্যে মঞ্চে উঠে কথা বলেন আরেক আফ্রিকান আমেরিকান নেতা রেভারেন্ড আল শার্পটন এবং কিং এর পুত্র মার্টিন লুথার কিং থ্রি।

২৮আগষ্ট বুধবার অনুষ্ঠিত হবে মার্টিন লুথার কিং বার্ষিকীর মুল অনুষ্ঠান যেখানে থাকবেন যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রিকান আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক দুই প্রেসিডেন্ট জিমি কার্টার ও বিল ক্লিনটন।
XS
SM
MD
LG