অ্যাকসেসিবিলিটি লিংক

ম্যাসিডোনিয়া-গ্রীস সীমান্ত সংলগ্ন নো ম্যান্স ল্যান্ডে দমন অভিযান


ম্যাসিডোনিয়ার দাংগা পুলিশ গ্রীস সীমান্তে নো ম্যান্স ল্যান্ডে আটকে পড়া ক্রুদ্ধ অভিবাসীদের ওপরে দমন অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার ম্যাসিডনিয়া দেশে জরুরী অবস্থা ঘোষণা করার পর থেকে হাজার হাজার মানুষ নো’ম্যান্স ল্যান্ড অতিক্রম করার জন্য অপেক্ষা করছিল। বৃহস্পতিবার রাতে অভিবাসীরা সেখানে এসে জড় হন এবং তাদেরকে ঐ দেশে প্রবেশের দাবী জানায়।

ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশে ভাল চাকরী এবং ভাল ভাবে বসবাস করার আশায় অভিবাসীরা ম্যাসিডোনিয়ার ভেতর দিয়ে ঐ সব দেশে প্রবেশে চেষ্টা করে থাকে।

জনতাকে বাঁধা দেওয়ার জন্য শুক্রবার ভোরে দাংগা পুলিশ কাঁদানে গ্যাস, সামান্য অচেতন কারক হাত বোমা এবং কাঁটাতারের বেড়া ব্যাবহার করে।

গ্রীস এবং ম্যাসিডোনিয়ার নো ম্যান্স ল্যান্ডে অন্তত ১৫ শ মানুষ আটকা পড়ে আছেন যাদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছেন।

XS
SM
MD
LG