অ্যাকসেসিবিলিটি লিংক

সোমালি জলদস্যুরাই আরব সাগরে বাংলাদেশী পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে


সোমালি জলদস্যুরাই আরব সাগরে বাংলাদেশী পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে
সোমালি জলদস্যুরাই আরব সাগরে বাংলাদেশী পণ্যবাহী জাহাজ ছিনতাই করেছে

সোমালি জলদস্যুরা আরব সাগরে, ভারতের কোচিনের উপকুলে বাংলাদেশের একটি পণ্যবাহী জাহাজ ‘জাহান মনি’ ছিনতাই করেছে । এই জাহাজের ২৬জন ক্রুর সকলেই বাংলাদেশী । এই জাহাজে চীফ এঞ্জিনিয়ারের স্ত্রীও রয়েছেন । জাহাজটি ইন্দোনেশিয়া থেকে গ্রীসের জন্য এক ধরণের মাটি - নিকেল ওর গ্রীসে নিয়ে যাচ্ছিল ।

এই ঘটনা নিয়ে জাহাজটির মালিক প্রতিষ্ঠান – ব্রেভ রয়াল শিপ ম্যানেজমেন্ট লিমিটেড-এর জেনারেল ম্যানেজার মেহেরুল করিম কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে।

তিনি জানান ‘বাংলাদেশ সময় রবিবার বিকাল সাড়ে তিনটার সময় হঠাৎ করে জাহাজ থেকে একটা শিপ সিকিউরিটি এ্যালার্ট সিস্টেমের এ্যাক্টিভেশন আমরা পেলাম আমাদের কম্প্যূটারে যে, দ্য ভেসেল হ্যাস বিন হাইজ্যাকড - অর হ্যাস বিন এ্যাটাক্টড বাই দ্য পাইরেটস । এটা অটোমেটিক্যালি জাহজ থেকে জেনারেট হয়েছে । যেটা নাকি জাহাজের ক্যাপ্টেন প্রেস করে এ্যাক্টিভেট করেছিলেন’।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG