অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে মার্সের মোকাবেলার জন্য আন্তর্জাতিক প্রস্তুতির জরুরী প্রয়োজন আছে


Workers wearing protective gears, spray antiseptic solution as a precaution against the spread of MERS, Middle East Respiratory Syndrome, virus at the Sejong Culture Center in Seoul, South Korea, Tuesday, June 16, 2015.
Workers wearing protective gears, spray antiseptic solution as a precaution against the spread of MERS, Middle East Respiratory Syndrome, virus at the Sejong Culture Center in Seoul, South Korea, Tuesday, June 16, 2015.

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার বলেছে যে দক্ষিণ কোরিয়ায় মিডল্ইস্ট রেসপিরেটরী সিন্ড্রম (মার্স)এর সংক্রমণে এটাই প্রতীয়মান হয় যে সংক্রমক ব্যাধি মোকাবেলার জন্য আরও বেশি আন্তর্জাতিক প্রস্তুতির জরুরী প্রয়োজন আছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এক বিবৃতিতে বলেছে এই সংক্রমনের ফলে আমাদের সজাগ হওয়া উচিত যে আজকের বিশ্বে ব্যাপক ভাবে যাতায়েত করা হয় এবং সকল দেশকে সবসময়ই প্রস্তুত থাকতে হবে এই রোগের এবং অন্যান্য গুরুতর রোগের অপ্রত্যাশিত প্রাদুর্ভাবের জন্য।

XS
SM
MD
LG