অ্যাকসেসিবিলিটি লিংক

মেক্সিকোয় টিলারসন ও জন কেলী মাদক পাচার, বানিজ্য ও অভিবাসন নিয়ে আলোচনা করছেন


মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো ও তাঁর মন্ত্রীসভার সদস্যদের সঙ্গে বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও স্বরাষ্ট্রমন্ত্রী জন কেলী। বৈঠকে মাদক পাচার, বানিজ্য ও অভিবাসন নিয়ে আলোচনা হচ্ছে।

মেক্সিকোতে যুক্তরাষ্ট্রের নতুন প্রসাশন সম্পর্কে বিরূপ ধারণা প্রশমনে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্ত্রীপরিষদের এই দুই গুরুত্বপূর্ন সদস্যের এই সফরকে গুরুত্বপূর্ন বলে মনে করা হচ্ছে।

হোয়াইট হাউজ প্রেস সেক্রটারী সিন স্পাইসার বলেন দায়িত্ব গ্রহনের প্রথম দিকেই প্রেসিডেন্ট যে মেক্সিকোতে দুইজন মন্ত্রীকে পাঠালেন তা দুই দেশের সম্পর্কের অর্থবহ ইঙ্গিত।

XS
SM
MD
LG