অ্যাকসেসিবিলিটি লিংক

গ্রীসগামি ৩৬ জন অভিবাসন প্রত্যাশীর মরদেহ উপকুলে উদ্ধার


কর্তৃপক্ষ বেশ কয়েকজন শিশুসহ অন্তত ৩৬ জন অভিবাসী প্রত্যাশী লোকের মরদেহ উদ্ধার করেছে। কর্মকর্তারা এবং সংবাদ প্রতিবেদন সুত্র জানাচ্ছে যে উত্তাল তরঙ্গে তাদের জলযানটি তুরস্কের অদূরে উল্টে গেলে এরা ডুবে যায়। তারা গ্রীসের লেসবস দ্বীপে পৌঁছানোর চেষ্টা করছিল। আরও বারোজন দেশান্তরী মানুষকে উদ্ধার করা হয়েছে।

তাৎক্ষণিক ভাবে এটা ঠিক বোঝা যায়নি যে ঠিক কয়টি জলযান এই মৌসুমের প্রবল বাতাসে ডুবে যায় কিন্তু বার্তা সংস্থা দোগান বলেছে যে অন্তত দুটি পৃথক ঘটনা ঘটেছে।

আভিয়ালিক জেলায় সমুদ্রতটে অন্তত ২৪টি মরদেহ পাওয়া গেছে এবং বাকী গুলো এই জেলা থেকে ৫০ কিলোমিটার দূরে দিকিলি পর্যটন এলাকায় পাওয়া যায়।

এজিয়ান সাগরে ২০১৬ সালের সব চেয়ে মারাত্মক দূর্ঘটনাটি এমন এক সময় ঘটলো যখন ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে আর্থিক সাহায্যের বিনিময়ে এই সব অভিবাসী ইচ্ছুক লোকদের থামানোর জন্য চাপ দিচ্ছে । তবে ইউরোপে উন্নত ভবিষ্যতের প্রত্যাশায় দেশান্তরী এই সব মানুষ এ পর্যন্ত ঝুঁকি নিয়ে ও গ্রীসের পথে তাদের যাত্রা অব্যাহত রাখছে।

XS
SM
MD
LG