অ্যাকসেসিবিলিটি লিংক

বুডাপেস্ট ট্রেন স্টেশনে অসহায় অবস্থায় অন্তত ২০০০ মানুষ


হাঙ্গারির বুডাপেস্টে প্রধান আন্তর্জাতিক ট্রেন স্টেশনে অন্তত ২০০০ মানুষ অসহায় অবস্থায় রয়েছে। কর্তৃপক্ষ হঠাৎ করে অভিবাসীদের ইউরোপীয় ইউনিয়নের ভিসা ছাড়া জার্মানী ও অস্ট্রিয়ায় যেতে দেওয়া বন্ধ করে দেয় এবংং তখনই ওই পরিস্থিতি সৃষ্টি হয়।

হাঙ্গারির কর্তৃপক্ষ সোমবার অভিবাসী যারা কয়েক সপ্তাহ ধরে ট্রেনে যাওয়ার জন্য স্টেশনের বাইরে অপেক্ষা করছিলো তাদের ভিসা না দেখেই তাদেরকে ট্রেনে উঠতে দিয়েছে। কিন্তু তারা মঙ্গলবার তাদের সিদ্ধান্ত পাল্টে দেয়। হাজার হাজার মানুষ যারা ট্রেনের যাত্রী হতে চেয়েছিলো তারা সেখানে আটকা পড়ে।। কর্মকর্তারা বলেন তারা ইউরোপীয় ইউনিয়নের নিয়ম বিধি অনুসরণ করতে চেষ্টা করছে।

অভিবাসীদের জন্য ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের যে সব প্রধান স্থান রয়েছে, হাঙ্গারি হচ্ছে তার অন্যতম।

এ বছর ১ লক্ষ ৫৬ হাজারের বেশী অভিবাসী সেখানে গেছে। ইইউ নিয়ম বিধির অধীনে অভিবাসীরা যে দেশে প্রথম প্রবেশ করে সে দেশে তাদের আশ্রয় প্রার্থনা করতে হবে।

XS
SM
MD
LG