অ্যাকসেসিবিলিটি লিংক

রুহানি –ওবামা যোগাযোগে ইরানে মিশ্র প্রতিক্রিয়া


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির ঐতিহাসিক টেলিফোন আলাপের পর শত শত ইরানে , প্রেসিডেন্ট রুহানিকে স্বদেশ প্রত্যাবর্তনে স্বাগত জানাতে বেরিয়ে আসে।

তবে ইরানী সংবাদ সংস্থা বলছে যে কট্টরবাদীদের একটি ক্ষুদ্র দল আমেরিকা মুর্দাবাদ বলে শ্লোগান দেয় এবং কেউ কেউ তেহরানে ইরানি প্রেসিডেন্টের যানবহরে জুতো এবং অন্যান্য জিনিষ নিক্ষেপ করে। মি রুহানি নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে স্বদেশ ফিরে গেছেন।

যুক্তরাষ্ট্র ত্যাগ করার আগে মি রুহানি এবং মি ওবামা টেলিফোনে ১৫ মিনিট আলাপ আলোচনা করেন। গত প্রায় ৩৫ বছর পর এ ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে প্রথম প্রত্যক্ষ যোগাযোগ । অনেকেই এটিকে দু দেশের মধ্যে সম্পর্কের বরফ গলা হিসেবেই দেখছেন। এই টেলিফোন সংলাপ সম্পর্কে প্রেসিডেন্ট ওবামা বলেন যে এটি ছিল ১৯৭৯ সালের পর আমেরিকান এবং ইরানি প্রেসিডেন্টের মধ্যে প্রথম যোগাযোগ , সেটি আমাদের দুদেশের মধ্যে ক্ষতের কথা যেমন স্মরণ করিয়ে দেয় তবে এতে সেই কঠিন ইতিহাসকে ছাড়িয়ে সামনে এগিয়ে যাবার সম্ভাবনার আভাষ ও পাওয়া যায়।


মি ওবামা আরও বলেন যে তিনি মনে করেন যে এই দু দেশ ইরানের পারমানবিক কর্মসূচি সম্পর্কে একটি সামগ্রিক সমাধানে পৌছুতে পারবে ।
XS
SM
MD
LG