অ্যাকসেসিবিলিটি লিংক

বৃহস্পতিবার পাঁচ দিনের বৃটেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদি


বৃহস্পতিবার পাঁচ দিনের বৃটেন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদি। সেখানে বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে সাক্ষাতের পরেই তুরস্কে জি-২০ বৈঠকে পরের সপ্তাহে তাঁর দেখা হওয়ার কথা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। সম্ভবত এই সব ভেবেই তার আগে মঙ্গলবার সরকার ঘোষণা করল অর্থনীতির ১৫টি ক্ষেত্রে সংস্কারের। কিন্তু তার গুরুত্ব ফিকে হয়ে গেল প্রথমে রবিবার বিহার বিধানসভা নির্বাচনে তাঁর দল বিজেপি-র ভরাডুবির ঘটনায় ও তার প্রতিক্রিয়াতেই দলের প্রবীণ নেতাদের প্রকাশ্য বিদ্রোহে।

দেড় বছর আগে দলে যে অপ্রতিহত ক্ষমতা নিয়ে প্রধানমন্ত্রির পদে বসেছিলেন মোদি, তা ভালই টোল খেয়ে গেল এই দুই ঘটনার অভিঘাতে। বিদেশে গিয়ে বৃটেন ও আমেরিকার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের আগেই এই আঘাত মোদি নিশ্চয়ই আগে অনুমান করেন নি। বিহারের ফলাফলকে কেন্দ্র করে যে প্রবীণদের বিদ্রোহ ফেটে পড়ল, তাঁরা হলেন লালকৃষ্ণ আদবানী, মুরলী মনোহর যোশী, শান্তা কুমার ও যশোবন্ত সিংহ। সন্দেহ নেই, নবীনদের মধ্যেও অসন্তোষে ফুটতে থাকা আরও অনেকেই রয়েছেন যাঁরা স্বয়ং মোদি ও দলের সভাপতি অমিত শাহের ওপর ক্ষুব্ধ।

XS
SM
MD
LG