অ্যাকসেসিবিলিটি লিংক

মোদি সরকারের বিরুদ্ধে জোট বাঁধা শুরু করেছে অধিকাংশ বিরোধী দল


নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে নতুন করে জোট বাঁধা শুরু করেছে অধিকাংশ বিরোধী দল। কাজেই বদল হতে শুরু করেছে বিভিন্ন জোটের চেহারাও। গত মে মাসেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কংগ্রেস-বামপন্থীদের জোটের বিরুদ্ধে তিক্ত যুদ্ধের পরে এখন আবার দুই কংগ্রেস দল কাছাকাছি আসা শুরু করেছে, বিশেষত দিল্লিতে। সেনা পেনশন বিতর্কে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন জানালেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীও দিল্লির মুখ্যমন্ত্রি অরবিন্দ কেজরিওয়ালকে। মুলত দিল্লিতেই দুই কংগ্রেস কাছাকাছি আসছে মোদি সরকারকে কোণঠাসা করবার লক্ষ্যে। বামপন্থীদের সাংসদ সংখ্যা তৃণমূলের চেয়ে কম। তাই সংসদের লড়াইতে কংগ্রেস বেছে নিচ্ছে বামেদের বদলে তৃণমূলকেই। কিন্তু পশ্চিমবঙ্গে কি দুই কংগ্রেসের কাছে আসা সম্ভব? সেটা অবশ্য পরেকার কথা। আপাতত রাজনৈতিক লড়াই কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনে ও তারপর ২০১৯ সালে লোকসভা নির্বাচনে। রাজনীতিতে বন্ধুত্ব বা শত্রুতা - দুই-ই স্বল্পস্থায়ী।

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG