অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি নিয়ে বিপদে মোদি


সেনাবাহিনীর দাবী মেটানোর চ্যালেঞ্জ মোদীর সামনে
সেনাবাহিনীর দাবী মেটানোর চ্যালেঞ্জ মোদীর সামনে

নির্বাচনের আগে কোনও প্রতিশ্রুতি দেয়া আর সরকারে এসে তা পালন করবার মধ্যে যে ঢের তফাত, তা এ বার হাড়ে হাড়ে বুঝছে নরেন্দ্র মোদি সরকার। অবসরপ্রাপ্ত সেনাদের দীর্ঘ দিনের দাবি, একই পদ থেকে অবসর নিলে সকলকে একই পেনসন দিতে হবে। বিজেপি এ দাবিকে পূর্ণ সমর্থন জানিয়েছিল নির্বাচনের আগে। কিন্তু ক্ষমতায় এসে তারা বুঝছে, তার অনেক সমম্যা। যেমন, এ বাবদ বাৎসরিক ব্যয়ই হবে ৮,০০০ কোটি টাকা।

এ বার আধা-সেনারাও একই দাবি তুলেছে। উপরন্তু, তাঁদের দাবি, সারা বছর সীমান্তে প্রহরার প্রাথমিক দায়িত্ব তো তাদের। তা সত্বেও সেনারা তাঁদের চেয়ে বেশি বেতন, পেনসন ও সুযোগ-সুবিধে পান। তা কেন হবে? সেনাদের মতই বেতন, পেনসন ও সুযোগ-সুবিধে দাবি করে তাঁরা সপ্তম বেতন কমিশনের কাছে আর্জি জানিয়েছেন। সম পদে সম পেনসনের দাবি না মেটা পর্যন্ত প্রাক্তন সেনারা সব সরকারি অনুষ্ঠান বয়কটের হুমকি দেন, এমনকি ১৫ই অগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠানও।

এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে প্রতিবেদক গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG