অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে মোদি সরকারের জমি বিল নিয়ে আপত্তি উঠেছে বি জে পি’র সহযোগি সংগঠনগুলোর তরফেও


কেবল অ-বিজেপি দলগুলিই নয়, সরকারের জমি বিলের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে বিজেপি-র সহযোগী সংগঠনগুলিও। কিন্তু সহজে জমি অধিগ্রহণ করা না গেলে মোদি সরকারের শিল্পায়ন থেকে পরিকাঠামো উন্নয়ন - কোনও লক্ষ্যই পূর্ণ হবে না। জমি বিল কৃষক-বিরোধী নয়, এ কথা বলে একটা মধ্যপন্থার চেষ্টা চালাচ্ছে উদ্বিগ্ন রাষ্ট্রীয় ম্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএস। তারা চাইছে, অন্তত ১০ বছর ক্ষমতায় থাকুক মোদি সরকার। তবেই দেশের সাড়ে ছয় লক্ষ গ্রামে নিজস্ব সংগঠন গড়ে তোলবার সুযোগ পাবে আরএসএস। তখনই হিন্দুত্ববাদী আদর্শ প্রয়োগ করা সহজ হবে।

আরএসএস বলছে, বিভিন্ন সংশোধনের পরে জমি বিলটিকে আর কৃষক-বিরোধী বলা চলে না। মোদি সরকারের এক বছর পূর্ণ হল কেবল শনিবার। কিন্তু ক্ষমতায় এক দশক টিঁকতে হলে উন্নয়নমূলক কাজকর্ম করে দেখাতে হবে। সহজে জমি না পেলে সে সব রূপায়িত হবে কেমন করে?

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG