অ্যাকসেসিবিলিটি লিংক

লড়াইয়ের ক্ষমতা বাংলার আছে: মোদিকে মমতার বার্তা


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃনমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নানা ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আবারো সরব হয়েছেন ।

রাজ্য ও জনস্বার্থ বিরোধী যে কোন ইস্যুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী লড়াই যে তাঁর জারি থাকবে, ফের তা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। কলকাতার নজরুল মঞ্চে কৃষি দিবসের অনুষ্ঠানে, নাম না করে নরেন্দ্র মোদির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, গণতন্ত্রে কাউকে গুঁড়িয়ে দেওয়া চলে না। তিনি বলেন, নির্বাচনে কেউ হারে, কেউ জেতে, ক্ষমতা আজ থাকবে, কাল থাকবে না, ক্ষমতা আছে বলে বুলডোজ করবো, গণতন্ত্র এটা মেনে নেবে না, লড়াইয়ের ক্ষমতা বাংলার আছে। যখন সবাই ঘুমিয়ে পড়ে, বাংলা জেগে থাকে। চিন্তার কারণ নেই, মর্যাদার সঙ্গে লড়াই করবো।

ক্ষমতায় বলিয়ান হওয়ার জেরে কেন্দ্র-রাজ্য সম্পর্কে যাতে প্রভাব না পড়ে, সেই বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেন্দ্র-রাজ্য যৌথ বোঝাপড়ার মধ্য দিয়ে এগোবে। এটাই ভাবধারা, এই গণতান্ত্রিক পরম্পরা যেন বজায় থাকে। গণতান্ত্রিক রাষ্ট্রে শেষ কথা বলে জনগণ, এমন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG