অ্যাকসেসিবিলিটি লিংক

প্যারিস হামলার আরোও একজন সন্দেহভাজন গ্রেপ্তার।


বেলজিয়াম কতৃপক্ষ প্যারিস হামলার সাথে জড়িত আরোও একজন পলাতক সন্দেহভাজন কে গ্রেপ্তার করেছে। অন্যতম মূল সন্দেহভাজন এই ব্যক্তি ৩১ বছরের মোহাম্মদ আব্রিনি, মরোক্কো বংশদ্ভূত বেলজিয়াম নাগরিক।

মোহাম্মদ আব্রিনি কে নভেম্বরের ১৩ তারিখে বেলজিয়ামের রাজধানী ব্রাসলসের হামলার কিছু সময় পূর্বেই প্যারিসে যাবার পথের একটি মোটরওয়ে সার্ভিস স্টেশনের সিসি ক্যামেরায়, তার হেঁটে যাবার দৃশ্য ধরা পড়ে। সেই সময় তার সাথে আরেক গ্রেপ্তারকৃত সন্দেহভাজন সালেহ আব্দু সালেমকেও দেখা যায়। তখন থেকেই সে ব্রাসেলস পুলিশের মোস্ট ওয়ানটেড তালিকায় ছিল।

আব্রিনি ছাড়াও আরোও কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন মার্চের ২২ তারিখে ব্রাসেলস এর মিল্বিক সাবওয়েতে বোমা আক্রমনে্র ঘটনার সাথে জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে এবং অন্যান্যদের গ্রেপ্তারের ব্যাপারে কতৃপক্ষ এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

XS
SM
MD
LG