অ্যাকসেসিবিলিটি লিংক

আরব বসন্ত নিয়ে সৈয়দ মোহাম্মদউল্লার সাক্ষাত্কার ।


আরব বসন্ত নিয়ে সৈয়দ মোহাম্মদউল্লার সাক্ষাত্কার ।
আরব বসন্ত নিয়ে সৈয়দ মোহাম্মদউল্লার সাক্ষাত্কার ।

মিশরে সংসদের নিম্ন পরিষদ নির্বাচনের ভোটে , প্রথম পর্যায়ে ইসলামি দলগুলো বেশি ভোট পেয়েছে বলে খবার খবরে বলা হচ্ছে । ভোটের এই পরিস্থিতি বিশ্লেষন করেছেন নিউ ইয়র্ক প্রবাসী – প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ আমাদের সঙ্গে এক সাক্ষাত্কারে । তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন । সৈয়দ মোহাম্মদউল্লাহ বলেন – গনতন্ত্রকামি যে কারোরই মিশরের নির্বাচনী ফলাফলে খুশি হবার কথা । বলেন মুসলিম ব্রাদারহুড দলের ফ্রিডাম এ্যান্ড জাস্টিস পার্টী সম্ভবত: কম ভোট পাবে এরকমের সুকুলার দলগুলোর সঙ্গেই জোট বাঁধবে হয়তোবা , কট্রর সালাফিনদের সঙ্গে নয় বলেই তাঁর ধারনা । সৈয়দ মোহাম্মদউল্লার ধারনা , অতীতে মুসলিম ব্রাদারহুড দলকে নিষিদ্ধ করা ,তাদের ওপর নিগ্রহ নির্যাতন চালানোর কারনেই দলটি বেশি জনপ্রিয়তা পেয়েছে এবং একই সঙ্গে তাহরীর স্কোয়ারের আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট প্রগতিশীলেরা এবারের নির্বাচনে বেশি সংখ্যায় ভোট দিতে যাননি ।

XS
SM
MD
LG