অ্যাকসেসিবিলিটি লিংক

মুরসির জরুরী অবস্থান ঘোষণা , মিশরে আরও সংঘাত


মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সে দেশে সরকার বিরোধী বিক্ষোভের মুখে তিনটি প্রদেশে তিরিশ দিনের জন্যে জরুরী অবস্থা জারি করার পর বিক্ষোভকারী এবং দাঙ্গা পুলিশের মধ্যে আজ সকালে কায়রোতে সংঘর্ষ হয়েছে।

রোববার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে মি মুরসি বলেন যে কর্তৃপক্ষ পোর্ট সাইদ , ইসমাইলা ও সুয়েজ প্রদেশে জরুরী অবস্থা ও রাত্রি কালীন কারফিউ জারি করছে।

মিশরের প্রেসিডেন্ট জাতীয় সংলাপের আহ্বান জানান এবং আজ তার সঙ্গে আলোচনার বিরোধী গোষ্ঠি ও রাজনীতিকদের আমন্ত্রণ জানান। তবে প্রধান বিরোধী দল National Salvation Front বলছে যে তারা এই আলোচনায় অংশ নেবে না কারণ এটা সঠিক আহ্বান নয়।

কায়রোতে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা এলিজাবেথ অ্যারট বলছেন যে অন্যান্য বিরোধী গোষ্টিগুলোও এই অব্যাহত রক্তপাতের মধ্যে আলোচনায় অংশ গ্রহণে অস্বীকৃতি জানাচ্ছে

তিনি বলছেন যে মোটের উপর বিরোধীরা বলছে যে যখনই তারা কার সঙ্গে কথা বলেছেন , তিনি তাদের কথা শোনেন না এবং তাদের কোন সুপারিশ ও বাস্তবায়িত করেন না। সুতরাং তারা এই সংলাপ থেকে দূরে থাকছে। অতএব এ নিয়ে এই মুহুর্তে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
XS
SM
MD
LG