অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিম বঙ্গে হজ্ব হাউস ও এমপাওয়ারমেন্ট সেন্টারের উদ্বোধন করলেন রাজ্যের মূখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্রাচার্য্য


পশ্চিম বঙ্গে উত্তর চব্বিশ পরগনা জেলার রাজারহাটে একটি হজ্ব হাউস ও এমপাওয়ারমেন্ট সেন্টারের উদ্বোধন করে রাজ্যের মূখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্রাচার্য্য বলেছেন – রাজ্যে আরো ৩ শো মাদ্রাসা তৈরির পরিকল্পনা রয়েছে । ইতিমধ্যেই রাজ্যে মাদ্রাসা রয়েছে ছয় শো । কলকাতা থেকে পাঠানো প্রতিবেদনে পরমাশিস ঘোষরায় একথা জানিয়েছেন ।

সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট নিয়ে আমরা কথা বলি পশ্চিম বঙ্গের সি পি আই এম নেতা মোহাম্মদ সেলিমের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে। তাঁর ঐ কথোপকথনে ভারতের জাতীয় সংসদে সি পি আই এম দলের সাবেক উপনেতা মোহাম্মদ সেলিম জানান- এই যে মাদ্রাসার কথা বলা হচ্ছে এ হলো হাই মাদ্রাসা। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতোই বিভিন্ন বিষয়ে এখানে শিক্ষাদান করা হয । সেই সঙ্গে ধর্মতত্ব বা থিওলজিও শেখানো হয় , নাম তাই মাদ্রাসা । তিনি জানান এসব মাদ্রাসা থেকে পাশ করে বেরিয়ে শিক্ষার্থীরা অন্যানদের মতোই ডাক্তকারী-এঞ্জেনিয়ারিং বা ঐ রকমেরই উচ্চ শিক্ষার জন্যে যেতে পারবেন । রাজার হাটের হজ হাউসের এমপাওয়ারমেন্ট সেন্টারের উল্লেখ করে মোহাম্মদ সেলিম জানান, আরো দু’শোর এরকম সেন্টার তাঁরা চালাচ্ছেন পশ্চিম বঙ্গ রাজ্যে এবং মসজিদ বা ঐরকমের উপাসনালয়ে বৃত্তিমুলক প্রশিক্ষা গড়ায় তাঁরা উত্সহ দিচ্ছেন এবং একে তিনি অগ্রগতির ধারা হিসেবে উল্লেখ করেন ।



XS
SM
MD
LG