অ্যাকসেসিবিলিটি লিংক

মাদার টেরিসার সেইন্ট উপাধি পাওয়ার বাধা দূর হ'ল


ভ্যাটিকান জানিয়েছে যে রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস প্রয়াত মাদার টেরিসাকে সেইন্ট উপাধি দেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছেন। মাদার টেরিসার সেইন্ট-হুড পাওয়ার ব্যাপারে যে দ্বিতীয় আশ্চর্যজনক ঘটনাটির দরকার ছিল তা সত্য বলে প্রমাণিত হওয়ায় এই উপাধি দেওয়ার পথের শেষ বাধাটিও দূর হল।


ভ্যাটিকানের কর্মকর্তারা জানিয়েছেন যে পোপ শুক্রবার এক ডিক্রি অনুমোদন করেছেন যেখানে মাদার টেরিসার অলৌকিক শক্তির কথা স্বীকার করা হয়।


এক বিবৃতিতে ভ্যাটিকান বলছে, ২০০৮ সালে মাদার টেরিসা একাধিক ব্রেন টিউমারে আক্রান্ত ব্রাজিলের ব্যক্তিকে সারিয়ে তোলেন। ঐ ব্যক্তি জানিয়েছেন যে তার স্ত্রী মাদার টেরিসার কাছ থেকে প্রাপ্ত প্রার্থনা তিনি আমল করেছেন।


আগামী বছর সেপ্টেম্বর মাসে রোমে ্মাদার টেরিসাকে সেইন্ট ঘোষণা করা হবে বলে।
এর আগে তিনি বাঙ্গালী এক নারীর যক্ষা এবং ক্যান্সার সারিয়ে তোলার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ২০০২ সালে তার সেইন্ট হুড পাওয়ার প্রথম পদক্ষেপ স্বীকৃতি লাভ করে। তবে সেইন্ট উপাধি পেতে হলে কমপক্ষে দুটি অলৌকিক ঘটনা নিশ্চিত হওয়ার শর্ত রয়েছে।

XS
SM
MD
LG