অ্যাকসেসিবিলিটি লিংক

দেশে সংঘাত অনিবার্য হয়ে উঠলো - খালেদা জিয়া


African Union Mission in Somalia firefighters attempt to extinguish the fire after a plane crash landed at Mogadishu's airport, August 9, 2013. (AMISOM)
African Union Mission in Somalia firefighters attempt to extinguish the fire after a plane crash landed at Mogadishu's airport, August 9, 2013. (AMISOM)

সংবিধান সংশোধনের প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, এর মাধ্যমে দেশে সংঘাত অনিবার্য হয়ে উঠলো। তিনি বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের সব সম্ভাবনা তিরোহিত হলো। এই অপচেষ্টায় দেশে সংঘাত অনিবার্য হয়ে উঠলো। "গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পন্থায় ক্ষমতা হস্তান্তরের সব পথ রুদ্ধ হয়ে গেল।" গুলশানে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন সংসদে প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। সংবিধান সংশোধন নিয়ে দলটির অবস্থান জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

XS
SM
MD
LG