অ্যাকসেসিবিলিটি লিংক

আদালত অবমাননার দায়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরীকে ফের তলব


আদালত অবমাননার অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরীকে ফের তলব করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে আগামী ২২শে জুলাই ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে। আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে নোটিশও জারি করা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ রোববার এ নোটিশ জারি করে। গণজাগরণ মঞ্চের একাংশের আহবায়ক কামাল পাশা চৌধুরীসহ ৫ জন জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে এ অভিযোগ আনেন। তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ। গত ১০ই জুন আদালত অবমাননার দায়ে জাফরুল্লাহ চৌধুরীকে এক ঘন্টার কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেয় ট্রাইব্যুনাল। বাংলাদেশে বসবাসরত বৃটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয়ার অভিযোগে তাকে এ সাজা দেয়া হয়। ওইদিন কাঠগড়ায় কারাদ- ভোগের পর ট্রাইব্যুনাল থেকে বের হয়ে জাফরুল্লাহ চৌধুরী বিচারপতিদের প্রতি কটুক্তি করেছেন বলে আদালত অবমাননার নতুন অভিযোগে বলা হয়েছে। ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নিয়ে নোটিশ জারি করে।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG