অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদি আরবে চার বাংলাদেশী বীরের মর্যাদা পেলেন


সৌদি আরবে চার
বাংলাদেশী বীরের
মর্যাদা পেলেন
সৌদি আরবের আভা শহরে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪ বাংলাদেশীকে বীরের মর্যাদা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তাদের তরফে বলা হয়েছে, ওই ৪ বীরকে সৌদি আরব কখনই ভুলবে না। আরব নিউজের এক প্রতিবেদনে এভাবেই স্মরণ করা হয়েছে এই ৪ বাংলাদেশীকে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই ৪ বাংলাদেশী লাখো অভিবাসীদের প্রতিনিধিত্ব করে, যারা সৌদি আরবে কাজ করে জীবিকা নির্বাহ করেন। কাপুরুষোচিত বোমা হামলা শুধু সৌদি নাগরিকদেরই ক্ষুদ্ধ আর মর্মাহত করেছে তা নয়, লক্ষ লক্ষ অভিবাসীদেরকে আঘাত করা হয়েছে। এই বোমা হামলার পর শুধু সৌদি নাগরিকরাই নয়, তাদের সঙ্গে এক কাতারে দাঁড়িয়েছেন লাখ লাখ অভিবাসী। এমন সংকটময় মুর্হূতে অভিবাসীরা আরো একবার যে একতা দেখিয়েছে তাতে প্রতীয়মান হয়েছে যে, সমাজ থেকে সন্ত্রাস নির্মূল করতে সৌদি আরবের লড়াইয়ে দেশটির নেতৃত্বের পেছনে তারাও রয়েছেন। হাসপাতালে আহতদের জন্য রক্ত দিতে শত শত অভিবাসীকে ছুটে আসতে দেখা গেছে। উল্লেখ্য যে, এই সন্ত্রাসী হামলায় ১৫ জন প্রাণ হারান। ওদিকে সৌদি আরব বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া অন্তত ৬ মাস পিছিয়ে দিয়েছে। তারা বলেছে, পুরুষ শ্রমিক নয়, নারী শ্রমিকের চাহিদা রয়েছে দেশটিতে। কিন্তু বাংলাদেশ জানিয়েছে, তাদের পক্ষে নারী শ্রমিক পাঠানো সম্ভব নয়। এই কারণে সৌদি কর্তৃপক্ষ নতুন করে শ্রমিক নেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছে। আরব নিউজ রিয়াদ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির একজন কর্মকর্তার বরাত দিয়ে এই খবর দিয়েছে। সৌদি কর্তৃপক্ষ ৫ হাজার বাংলাদেশী শ্রমিক নেয়ার জন্য বাংলাদেশকে অনুরোধ জানিয়েছিল।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট

XS
SM
MD
LG