অ্যাকসেসিবিলিটি লিংক

গণভোটে ই.ইউ থেকে বেরিয়ে এলো ব্রিটেন


একটি গণভোট শুধু ব্রিটেনকেই নয় গোটা ইউরোপীয় রাজনীতি, কূটনীতি ও অর্থনীতির হিসাব নিকাশকে এলোমেলো করে দিয়েছে। বাকি বিশ্বকেও কম চমকে দেয়নি এ গণভোট। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এখন একটি আগাম নির্বাচন এবং সেই সঙ্গে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সাবেক লন্ডন মেয়র বরিস জনসন, স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মেয়ার, এবং বিচারমন্ত্রী মাইকেল গোভের নাম আলোচনায় এসেছে। স্কটল্যান্ডে ইতোমধ্যে দ্বিতীয় গণভোটের কথা উঠেছে। বৃটিশ পাউন্ডের অস্বাভাবিক দরপতন ঘটেছে। আর খোদ ২৭ রাষ্ট্রের জোট ইইউ’র প্রভাবশালী রাজধানীগুলোতে নানামাত্রিক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।

please wait

No media source currently available

0:00 0:01:24 0:00

XS
SM
MD
LG