অ্যাকসেসিবিলিটি লিংক

শিশুর মেধা বিকাশের সুযোগ করে-দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর


দেশের প্রতিটি শিশুর মেধা বিকাশের সুযোগ করে দেওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী দিনের শিশুদের জন্য বাসযোগ্য সমৃদ্ধ বাংলাদেশ গড়ে দিয়ে যেতে চাই। আমাদের বর্তমান আমরা আগামী দিনের শিশুদের জন্য উৎসর্গ করছি। রোববার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পথশিশুদের পুর্নবাসন নিশ্চিত করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে অনেক হিসেব এসেছে। ৩৪ লাখ শিশু নাকি রাস্তায় ঘোরে। এখানে আমাদের মহিলা ও শিশু মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় আছে। এই দুই মন্ত্রণালয়কে নির্দেশ দিচ্ছি একটি শিশুও রাস্তায় ঘুরবে না। একটা শিশুও এভাবে মানবেতর জীবন যাপন করবে না। শিশুদের স্কুল ভর্তি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিশুরা যে এলাকায় বসবাস করে, সে এলাকার স্কুলে ভর্তি হওয়া তাদের অধিকার। সরাসরি তাদের আগে ভর্তি করিয়ে নিতে হবে। শিশু গৃহকর্মী নির্যাতনের কয়েকটি ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, খুব কষ্ট হয় আমার দেখলে। অনেক সময় অনেক শিশুকে বাড়িতে নিয়ে আসা হয় কাজের জন্য। তাদের মারা হয়, অত্যাচার করা হয়। মানুষ এইভাবে এত নির্দয় হয় কীভাবে, আমি এটা ভেবে পাই না। কোনভাবেই শিশুদের ওপর নির্যাতন মেনে নেওয়া যাবে না। এটা বন্ধ করতে হবে।

ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:01:31 0:00

XS
SM
MD
LG