অ্যাকসেসিবিলিটি লিংক

Doctors Without Border: আফগানিস্তানের কুন্দুজে তাদের হাসপাতালের আরও ৩৩ জন কর্মী নিখোঁজ


বৃহস্পতিবার Doctors Without Borders বলেছে যে আফগানিস্তানের কুন্দুজে ঐ আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠানের হাসপাতালে যুক্তরাষ্ট্রের বিমান অভিযানের পর এখনও ৩৩ জন নিখোঁজ রয়েছে। ঐ হামলায় ২২ জন নিহত হয়। তিনি বলেন যে হাসপাতালের ভেতরে আরও মরদেহ পাওয়া যেতে পারে তবে তারা এই ঘটনার পর এখন ঐ স্থাপনার ভেতরে যাওয়ার চেষ্টা করছে।

ঐ গোষ্ঠির আফগান প্রতিনিধি Guilhem Molinie কাবুলে সংবাদদাতাদের বলেন আমরা বহু সহকর্মীকে হারিয়েছি এবং এখন আর আমরা আমাদের সহকর্মীদের ঝুঁকির মুখে ফেলতে পারিনা। হাসপাতালের উপর আমাদের কোন নিয়ন্ত্রণ নেই।

গত শনিবার বোমা বর্ষণের ঘটনার পর Doctors Without Borders কুন্দুজে তাদের কার্যক্রম বন্ধ করে দেয় এবং জিনিভা কনভেনশনের অধীনে তারা নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। গোষ্ঠিটি বলছে যে যুক্তরাষ্ট্র , আফগানিস্তান ও নেটোর মাধ্যমে যে তদন্ত চলছে তা পর্যাপ্ত নয় এবং এ রকম ইঙ্গিত দেয় যে এই আক্রমণটি যুদ্ধাপরাধের সমতূল্য। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এই গোষ্ঠির প্রেসিডেন্ট Dr. Joanne Liu ‘এর কাছে গতকাল ক্ষমা চান এবং ঠিক কি ঘটেছিল সেটা জানতে বিস্তারিত তদন্তের কথা বলেন।

XS
SM
MD
LG