অ্যাকসেসিবিলিটি লিংক

মুবারক সংস্কার নজরদারির জন্যে কমিটি গঠন করলেন


মিশরে সরকার বিরোধী মিছিল
মিশরে সরকার বিরোধী মিছিল

মিশরে তাহরীর স্কোয়ারের বিক্ষোভ সমাবেশ এখন পনেরো দিনের মতো লাগাতার অব্যাহত রয়েছে ।

ইতিমধ্যে , সংকট কবলিত প্রেসিডেণ্ট মুবারক গনতান্ত্রিক সংস্কার নজরদারীর জন্যে দু’টি কমিটি গঠন করেছেন । ভাইস প্রেসিডেণ্ট ওমর সুলায়মান বলেছেন – এর একটি কমিটি সাংবিধানিক সংস্কারের খসড়া রচনা করবে – অপরটি তা বাস্তবায়নের নজরদারী কাজে ব্যাপৃত থাকবে । সংস্কারের লক্ষ হলো প্রেসিডেণ্ট পদে প্রতিদ্বন্দীতার নিয়ম রীতি-শর্তাদি শিথিল করা এবং ক’বার এ পদে আসীন হওয়া যাবে তার একটা মাত্রা বেঁধে দেওয়া ,বলেন ভাইস প্রেসিডেণ্ট ওমর সুলেইমান । মিশরের বিরোধী দলগুলোর তরফে এ দু’টোই প্রধান দাবী ।

প্রেসিডেণ্ট মুবারক ইতিমধ্যে , বিক্ষোভের মুখে জানিয়ে দিয়েছেন সেপ্টেম্বর নির্বাচনে ষষ্ঠবারের মতো ঐ পদে প্রতিদ্বন্দ্বিতা তিনি করবেন না । বিক্ষোভকারীরা বলছেন – এসব ধাপ্পাবাজির কথাবার্তা । নতুন এখনো অনেকে তাহরীর স্কোয়ারের সমাবেশে যোগ দিতে যাচ্ছেন । হোসনী মুবারককে পদত্যাগে বাধ্য করানোর জন্যে বিক্ষোভকারীরা তাহরীর স্কোয়ারে আরো জনসমাগমের আহ্বান জানাচ্ছেন ।

XS
SM
MD
LG