অ্যাকসেসিবিলিটি লিংক

কিংবদন্তী মুষ্টিযোদ্ধা মোহাম্মাদ আলীকে চির বিদায় জানালেন হাজার হাজার মানুষ


আমেরিকার সর্ব কালের বিখ্যাত মুসলমান কিংবদন্তী মুষ্টিযোদ্ধা মোহাম্মাদ আলীকে চির বিদায় জানানোর জন্য হাজার হাজার মানুষ মুহাম্মদ আলীর নিজ শহরে রাস্তার ধারে লাইন করে দাঁড়িয়ে ‘আলী আলী’ বলে ধ্বণি দেন। আলীর কফিনটি কোরানের আয়াত লেখা লাল রঙ্গের চাদর দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হয় ঐসব পথ দিয়ে যে পথগুলো এই বিখ্যাত মানুষটির কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ সকালে, কেন্টাকী রাজ্যের লুইভিলের ৩৭ কিলোমিটার এলাকা পর্যন্ত মানুষ মুহাম্মদ আলিকে বিদায় জানানোর জন্য অপেক্ষা করেন। ঐ পথ দিয়েই তাকে নিয়ে যাওয়া হয় তার চির নিদ্রার স্থানে ‘কেইভ হিল গোরস্থানে।

তার জানাজা এবং দাফন সম্পন্ন করার পর তার স্বরণে এক স্বরন সভার আয়োজন করা হয়। এ স্বরন সভায় গন্য মান্য এবং খ্যাতিমান ব্যাক্তিত্বরা উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট ক্লিনটন, অভিনেতা বিলি ক্রিস্টাল, সাংবাদিক ব্রায়ান্ট গাম্বলসহ অসংখ্য মানুষ যার যার অবস্থান থেকে তাঁর মহত্ব বর্ননা করেন। প্রেসিডেন্ট ওবামার অবর্তমানে হোয়াইট হাউজ এর জেষ্ঠ উপদেষ্টা ভেলেরি জ্যারেট তার বক্তব্য পাঠ করেন। ওবামা বলেন, আলি শুধু সর্বকালের শ্রেষ্ঠই নয়, সেই হচ্ছে আমেরিকা।

আলীর স্ত্রী তার জীবনের বিভিন্ন উল্লেখযোগ্য দিকের কথা তুলে ধরেন।

স্বরন সভায় প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বলেন, আলী খুবই ছোট বয়সেই নিজের জীবনের গল্প তৈরী করে ফেলেছিল।

Memorial service for the late boxer Muhammad Ali
Memorial service for the late boxer Muhammad Ali

XS
SM
MD
LG