অ্যাকসেসিবিলিটি লিংক

দিল্লিকে কাশ্মীর নিয়ে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছে হিজবুল মুজাহিদিন নেতা


India
India

ভারতের সংবাদ পত্র থেকে বৈদ্যুতিন সংবাদ মাধ্যম সর্বত্রইআলোড়ন সৃষ্টিকারী সংবাদ শিরোনাম থেকেজানা যাচ্ছে কাশ্মীরিদের ‘স্বাধীনতা সংগ্রামে’ মানসিক, রাজনৈতিক ও সাংবিধানিকভাবে সাহায্য করার জন্য পাকিস্তান দায়বদ্ধ। যদি পাকিস্তান পুরোপুরি কাশ্মীরীদের পাশে দাঁড়ায়, তবে ভারতের সঙ্গে পরমাণু যুদ্ধ সম্ভব। এভাবেই দিল্লিকে কাশ্মীর নিয়ে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছে হিজবুল মুজাহিদিন নেতা সৈয়দ সালাউদ্দিন। এনআইএ-র মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে থাকা এই জঙ্গি পাকিস্তানে বহাল তবিয়তে রয়েছ বলে সংবাদে প্রকাশ। কাশ্মীর উপত্যকার সাম্প্রতিক অশান্তি নিয়ে সেখান থেকেই ইসলামাবাদের উসকানিতে এ ধরনের প্ররোচনা মূলক মন্তব্য করেছে সে।
সালাউদ্দিনের দাবি, ভারতের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ ছাড়া কাশ্মীরীদের সামনে আর রাস্তা নেই। ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যুতে চতুর্থ যুদ্ধের ভবিষ্যৎবাণীও করেছে সে। তার কথায়, কাশ্মীরীরা আর ‘আপোসে’ রাজি নন, সহিংস জিহাদই তাঁদের সামনে একমাত্র পথ। মোদী সরকার কাশ্মীরীদের কোনও আশার আলো দেখাচ্ছে না অভিযোগ করে তার হুঁশিয়ারি, কাশ্মীরের ‘নিপীড়িত’ জনতার সামনে সশস্ত্র জিহাদ ছাড়া আর কোনও রাস্তা নেই।
এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG