অ্যাকসেসিবিলিটি লিংক

নোতুন প্রজন্মের হাতে বাংলাদেশের স্বাধীন পতাকা তুলে দিয়ে যেতে হবে- সাংবাদিক এ বি এম মুসা


An aerial view of Japan Maritime Self-Defense Force's new helicopter destroyer, DDH183 Izumo, is seen at its launching ceremony in Yokohama, south of Tokyo, August 6, 2013.
An aerial view of Japan Maritime Self-Defense Force's new helicopter destroyer, DDH183 Izumo, is seen at its launching ceremony in Yokohama, south of Tokyo, August 6, 2013.

নোতুন প্রজন্মের হাতে বাংলাদেশের স্বাধীন পতাকা তুলে দিয়ে যেতে হবে- সাংবাদিক এ বি এম মুসা
নোতুন প্রজন্মের হাতে বাংলাদেশের স্বাধীন পতাকা তুলে দিয়ে যেতে হবে- সাংবাদিক এ বি এম মুসা
বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক, সংবাদ মাধ্যমের ব্যাক্তিত্ব, প্রথম সংসদের সাবেক সদস্য এবং বাংলাদেশ টেলিভিশনের একজন প্রাক্তন মহাপরিচালক এ বি এম মুসা।

তিনি ১৬ই ডিসেম্বর, বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষ্যে ভয়েস অব আমেরিকাকে প্রদত্ত এক সাক্ষাত্কারে বলেন, মুক্তিযুদ্ধে বিজয় লাভের পর বাংলাদেশের সবেচয়ে বড় সার্থকতা হলো এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে ঠাঁই করে নেওয়া। এখন দেশের সবচেয়ে বড় কাজ হলো যুদ্ধাপরাধীদের বিচার করা, তবেই মুক্তিযুদ্ধের বীর শহীদদের রক্তের ঋণ পরিশোধ করা হবে। জনাব মুসা আরও বলেন বিজয়ের পর ৩৯ বছর পেরিয়ে গেছে তাতে কি? বিচার তবু করতে হবে। ইস্রাইল তো ইহুদী নিধন যঞ্জের সঙ্গে জড়িতদের বিচার আজq করছে। তবে যত বেশি দেরী হবে সাক্ষ্য প্রমান হারিয়ে যাবে এবং বিচার প্রক্রিয়া জটিল হয়ে পড়বে।

বাংলাদেশের সবচেয়ে প্রবীন, মানী এবং বিশ্বাসযোগ্য সাংবাদিকদের অন্যতম এ বি এম মুসা দেশের নোতুন প্রজন্মের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, গত নির্বাচনে প্রায় দুকোটি নোতুন ভোটার ভোট দিয়েছে যারা যুদ্ধাপরাধীদের সম্পর্কে সচেতন এবং তাদের বিচার চায়। দেশের জন্য তাঁর কী কামনা? বাংলাদেশের মানুষ যে পতাকা হাতে পেয়েছে তাকে সমুন্নত রাখার যেন শক্তি পায় এবং নোতুন প্রজন্মের হাতে তা তুলে দিয়ে যেতে পারে।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG