অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরের কিছু অন্তবর্তী পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ব্রাদারহুড


মিশরের অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট দেশের সংবিধান সংশোধন এবং নতুন নির্বাচন পরিচালনা করুক, এমনটি চায়না মুসলিম ব্রাদারহুড। উর্ধতন ব্রাদারহুড নেতা এস্ সাম-এল-এরিয়ান তার অফিসিয়াল ফেইসবুকে দেয়া বিবিৃতিতে অন্তবর্তী প্রেসিডেন্ট কর্তৃক সংবিধান সংশোধন ও নতুন নির্বাচন প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, প্রেসিডেন্ট আদলী মানসুর অন্যায়ভাবে ক্ষমতায় বসেছেন।

একই সাথে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহামেদ মোরসীকে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবীতে কায়রোর রাব্বা-আল-আদাওয়িয়া স্কোয়ারে হাজার হাজার ব্রাদারহুড সমর্থক সমবেত হন। তারা মো: মোরসীর পক্ষে নানা স্লোগান দেন। “তারা বলেন মো: মোরসীকে ক্ষমতা ফিরিয়ে না দেয়া পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবেন”।

সোমবার মুসলিম ব্রাদারহুড ও মিশরীয় সেনাবাহির মধ্যকার সংঘাতে ৫১জন নিহত হওয়ার পর থেকে সর্বত্রই থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার জন্য একে অপরকে দায়ী করছে। ব্রাদারহুড অভিযোগ করছে সেনাবাহিনী মোরসীর সমর্থকদের ওপর গুলী চালায়। অপরদিকে সেনা কতৃপক্ষ বলেছে কায়রোর সেনা সদর দপ্তর লক্ষ্ করে সন্ত্রাসীরা গুলী চালানোর পরই তারা তাদেরকে প্রতিহত করার জন্য গুলী করে।
XS
SM
MD
LG