অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলামিক স্টেট-এর আদর্শ প্রচারের দায়ে গ্রেপ্তার দিল্লির এক মুসলিম ধর্ম প্রচারক


ইসলামিক স্টেট-এর আদর্শ প্রচার করে ভারতীয় তরুণদের হিংসায় প্রবৃত্ত করবার জন্য প্রচার চালানোর অভিযোগে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এন এই এ) গ্রেপ্তার করল দিল্লির এক মুসলিম ধর্ম প্রচারক আবদুস সামি কাসমি-কে। আদালত শনিবার তাকে ১০ দিনের এন আই এ হেফাজত দিয়েছে। সন্দেহ, ভারতে জিহাদি আক্রমণ চালাতে তরুণদের উসকানি দিচ্ছেন এই প্রচারক। এত দিন ইসলামিক স্টেট-এর জন্য প্রচারে প্রধানত ইন্টারনেটকে কাজে লাগানো হচ্ছিল। এই প্রথম এমন কাউকে গ্রেপ্তার করা হল, যার বিরুদ্ধে সরাসরি খলিফাতন্ত্রের হয়ে প্রচারের অভিযোগ রয়েছে। কাসমি নিজে দেওবন্দের দার-উল-উলুম-এ ছাত্র। জঙ্গী আদর্শে তার দীক্ষা হয়তো সেখানেই। এর নিজের একটি ট্রাস্ট ও একটি মাদ্রাসাও রয়েছে। সেখানকার আর্থিক লেনদেনের ওপরও নজর রয়েছে এন আই এ-এর।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:01 0:00

XS
SM
MD
LG