অ্যাকসেসিবিলিটি লিংক

আজ থেকে পবিত্র রমজান মাসের শুরু


বিশ্বের বিভিন্ন দেশে আজ শনিবার থেকে মুসলমানরা পবিত্র রমজান মাস শুরু করেছেন। মুসলমানরা বলেন এই মাসেই নবী হজরত মোহাম্মদ ( সাঃ ) ‘এর কাছে আল্লাহ পবিত্র কোরান নাজেল করেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা দেশ এবং বিদেশে মুসলমানদের রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন যে হোয়াইট হাউজে মুসলিম আমেরিকানদের ইফতারে আপ্যায়িত করার জন্যে তিনি প্রতীক্ষা করছেন।

এ বছর রমজান এবং বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা একই সময়ে হচ্ছে। এই টুর্নামেন্টে বহু মুসলিম খেলোয়াড়ের সামনে চ্যালেঞ্জ হচ্ছে ব্রাজিলের প্রচন্ড গরমে শরীরে পানি ধরে রাখা এবং সেহরির সময়ে ঠিক মতো খাওয়া দাওয়া করা যাতে তারা ফুটবলের মতো এই পরিশ্রমি খেলা চালিয়ে যেতে পারে। FIFA's প্রধান চিকিৎসা কর্মকর্তা এ সপ্তার গোড়ার দিকে বলেন যে খেলৌয়াড়রা ঠিক মত রমজান পালন করলে তাদের শারিরীক শক্তিতে কোন ঘাটতি হবে না।

স্মরণ করা যেতে পারে যে ২০১২ সালে লন্ডন অলিম্পিক্স এর জন্য মুসলমান মাওলানারা , মুসলমান খেলোয়াড়দের রোজা রাখা থেকে সেই সময়ের জন্যে অব্যাহতি দিয়েছিলেন। মুসলমানরা পরে বাকী রোজা পূর্ণ করতে পারেন।

XS
SM
MD
LG