অ্যাকসেসিবিলিটি লিংক

আই এম এফের নতুন প্রধাণ নিয়োগ বিষয়ে অর্থনীতিবীদ মুস্তাফিজুর রহমানের সাক্ষাত্কার


আই এম এফের নতুন প্রধাণ নিয়োগ বিষয়ে অর্থনীতিবীদ মুস্তাফিজুর রহমানের সাক্ষাত্কার
আই এম এফের নতুন প্রধাণ নিয়োগ বিষয়ে অর্থনীতিবীদ মুস্তাফিজুর রহমানের সাক্ষাত্কার

৩০ জুনের ভেতর নতুন ম্যানেজিং ডিরেক্টর নিয়োগের কাজ সম্পন্ন করা হবে বলে ওয়াশিংটনে আই এম এফের সূত্রে উল্লেখ করা হয়েছে। সাধারনত: বিশ্ব ব্যাঙ্কে এ্যামেরিকার প্রার্থী এবং মুদ্রা ভান্ডার আই এম এফে য়ুরোপের প্রার্থীই , ধারাবাহিকভাবে নিযুক্ত হয়ে থাকে । এবার কিন্তু এই নিয়োগ নিয়ে বিকাশমুখি বিশ্বের পক্ষ থেকে তাদের কাউকে এ পদে নিয়োগ দেবার দাবী শোনা যাচ্ছে । য়ুরোপিয় য়ুনিয়ন অবশ্য মোটামুটিভাবে ফ্রান্সের অর্থমন্ত্রীকে এ পদে নিয়োগ দিতে একমত বলেই মনে হচ্ছে । তবে য়ুরোপিয় য়ুনিয়নের বাইরে য়ুরোপ থেকে অন্য প্রার্থির জন্যেও সুপারিশ করা হচ্ছে । তুরস্কের সাবেক অর্থমন্ত্রী কেমাল দরবেশের নাম এ প্রসঙ্গে শোনা যাচ্ছে । তবে, সমস্যাকবলিত, সদ্য পদত্যাগী ডমিনিক স্ট্রস কান যেভাবে ঋন-সংকট জর্জরিত য়ুরোপের জন্যে জোরদার কাজ করেছেন ,অনেকে মনে করছেন য়ুরোপিয় য়ুনিয়নের কোনো সদস্যই সেভাবে কাজ করতে সক্ষম হবেন । এক সময় গোড়াপত্তনের সময় ১৯৪৪ সালে মুদ্রা ভান্ডারেরসদস্য সংখ্যা ছিলো ২৯ - এখন এই ২০১১ সালে ঐ সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৮৭তে। মুদ্রা ভান্ডার আই এম এফের প্রভাব-বিস্তারও সেই মাত্রায় বেড়েছে অনেক । সবাই তাই তাকিয়ে আছে মুদ্রা ভান্ডারের নতুন প্রধাণ কে হন তা দেখার জন্যে । এসব বিষয় নিয়েই আলোচনা ক’রেছেন ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের সরকার কবীরূদ্দীনের সঙ্গে ঢাকার সেন্টার ফর পলিসি ডায়ালগ গবেষনা সংস্থার নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান।

XS
SM
MD
LG