অ্যাকসেসিবিলিটি লিংক

সু চি মিয়ানমারের প্রেসিডেন্ট হতে পারছেন না


মিয়ানমারের দীর্ঘকালীন বিরোধী নেতা আওন সান সু চি দেশের আগামি প্রেসিডেন্ট না হতে পারার জন্য আজ তাঁর সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তবে মনে করা হচ্ছে তাঁর একজন ঘনিষ্ঠ ব্যক্তি অনির্বাচিত এবং অবসরপ্রাপ্ত আমলা আগামি প্রেসিডেন্ট হতে পারেন।

মিয়ানমারের সংসদ নতুন প্রধান নির্বাহী বেছে নেয়ার প্রক্রিয়া শুরু করার অল্প আগেই নোবেল বিজয়ী এই নেতা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত তাঁর চিঠিতে তাঁর কথায়, “ জনগণের ইচ্ছা পূরণ করতে না পারায় “ ক্ষমা প্রার্থনা করেন। তিনি আরও বলেন যে, তিনি নিরবিচ্ছিন্ন ভাবেই সঙ্গে থাকছেন এবং “শান্তিপুর্ণ ভাবে লক্ষ্য অর্জনের জন্য তিনি জনগণের অব্যাহত সমর্থন চান।

এই চিঠিকে ধৈর্য ধরার অনুরোধ বলে ব্যাখ্যা করা হয় এবং তিনি যে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট হবেন তারও প্রত্যয় প্রকাশ করা হয়েছে। তাঁর দল ন্যাশনাল লীগ ফর ডেমক্র্যাসি নভেম্বরের সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তবে সামরিক বাহিনীর লেখা সংবিধানের একটি ধারা অনুযায়ী আওন সান সু চি দেশের প্রেসিডেন্ট হতে পারছেন না কারণ তাঁর ছেলেরা বিদেশের নাগরিক।

XS
SM
MD
LG