অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমার সরকার এবং ১৬ গোষ্ঠীর প্রতিনিধিরা মিলে খসড়া একটা চুক্তিপত্রে সই করেছে


মিয়ানমার সরকার এবং প্রধান প্রধান বর্ণ-সম্প্রদায়ভুক্ত ১৬ গোষ্ঠীর প্রতিনিধিরা মি্লে খসড়া একটা চুক্তিপত্রে সই করেছে, লক্ষ্য যার দশকের পর দশক চলতে থাকা সশস্ত্র সংঘাতের অবসান ঘটানো।

আজ মঙ্গলবার ইয়াঙ্গুনে আয়োজিত সাক্ষর অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রেসিডেন্ট থিয়েন সিয়েন দেশব্যাপী শান্তি কায়েমের খসড়া রফার প্রতি সাধুবাদ জানিয়ে বলেন- বিদ্রোহীদের গ্রুপগুলোর সঙ্গে মিলে রাজনৈতিক সংলাপের এটা প্রাথমিক একটা পদক্ষেপ।

চূড়ান্ত রফা সাক্ষরিত হবার আগে বিদ্রোহীরা শর্তাদি নির্ধারণকল্পে একটা কনফারেন্স করতে চায়। ঐ কনফারেন্সের কোনো তারিখ ধার্য্ হয়নি।

এখনো অব্দি জাতিসংঘ এ খসড়া দেশওয়ারি অস্ত্র বিরতির প্রশংসা করেছে-উল্লখযোগ্য-ঐতিহাসিক, অর্জন বলে অভিহিত করেছে একে।

XS
SM
MD
LG