অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে শুরু করেছে


গত অক্টোবর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত জাতিসংঘের হিসাব অনুযায়ী ৭০ হাজারের বেশি মিয়ানমারের রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। আর স্থানীয়দের মতে, এই সংখ্যা একলাখের কম হবে না।

গত ১৫ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী উত্তর-রাখাইনে সেনা অভিযান বন্ধের ঘোষণা দেয়ার পর থেকে বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী কিছু কিছু রোহিঙ্গা স্বদেশে ফিরতে শুরু করেছেন বলে স্থানীয়রা এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বলছে।

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র কক্সবাজারের টেকনাফ এলাকার কমান্ডার লে. কর্নেল আবুজার আল জাহিদ সংবাদ মাধ্যমকে বলেছেন, তাদের তথ্য মোতাবেক গত কয়েকদিনে ৮০০ থেকে ৯০০ রোহিঙ্গা দেশে ফিরে গেছেন।
স্থানীয়রা বলছেন, রোহিঙ্গাদের দুর্গম একটি চরে স্থানান্তরের পরিকল্পনাও তাদের মধ্যে ভীতির সৃষ্টি করেছে।

এদিকে, মিয়ানমারে মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘের স্পেশাল র‍্যাপোটিয়ার ইয়াংহি লি বুধবার কক্সবাজার শহর থেকে ৭০ কিলোমিটার দূরের টেকনাফের লেদা ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং কয়েকজন রোহিঙ্গা নারী-পুরুষের সাথে কথা বলেছেন। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00

XS
SM
MD
LG