অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারের জাতিগোষ্ঠিগুলোর সাথে সরকারের চুক্তি সম্পাদন


মিয়ানমারের সরকার এবং আটটি সশস্ত্র জাতিগোষ্ঠি ভিত্তিক গ্রুপ একটি অস্ত্র বিরতি চুক্তি সই করেছে যাকে কর্মকর্তারা এ ক্ষেত্রে বড় রকমের অগ্রগিত বলে প্রশংসা করছেন যদিও প্রায় দশটি বিদ্রোহী সেনা গোষ্ঠি এই চুক্তি স্বাক্ষরে তাদের অস্বীকৃতি জানিয়েছে।

সে দেশের সংস্কারবাদী রাষ্ট্রপতি থেন শেইন রাজধানী নেপিদাউতে আজ এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

থেন শেইন বলেন যে জাতীয় অস্ত্র বিরতি চুক্তি হচ্ছে আমাদে প্রজন্ম থেকে ভবিষ্যতের জন্য ঐতিহাসিক উপহার। যদিও এখন ও এই সমঝোতা গোটা দেশব্যাপী প্রতিষ্ঠিত হয়নি , আমরা তবুও চেষ্টা করবো অন্যান্যা গোষ্ঠির সঙ্গে্ও চুক্তিতে পৌছুনোর।

বিদ্রোহী নেতা এবং বিভিন্ন দেশের কুটনীতিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি টেলিভিশনেও সম্প্রচারিত হয়।

XS
SM
MD
LG