অ্যাকসেসিবিলিটি লিংক

হ্ত্তীন কিয়াও- মিয়াম্মারের প্রথম অসামরিক প্রেসিডেন্ট পাঁচ দশকের বেশি সময়ে এই প্রথম


মিয়াম্মারের সংসদ দেশের নতুন একজন প্রেসিডেন্ট নির্বাচন করেছে। এতে করে দেশটি এখন পরিপুর্ণ গণতান্ত্রিক শাসনাধীনের ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেলো।

হ্ত্তীন কিয়াও মিয়াম্মারের প্রথম অসামরিক প্রেসিডেন্ট হ’লেন পাঁচ দশকের বেশি সময়ে এই প্রথম। সংসদের নির্বাচনে অপর দু’ প্রার্থীকে তিনি পরাজিত করেন ৩৬০ ভোট পেয়ে। ভোটাভুটিতে মোট ভোট পড়েছিলো ৬৫২।

নোবেল শান্তি বিজয়ি ন্যাশনাল ডেমোক্র্যাসী লীগ নেত্রি অন সান সূ চীর দীর্ঘদিনের আস্থাভাজন সহকর্মি-ছোটবেলার বন্ধু ৭০ বছর বয়সী হ্ত্তীন কিয়াওযের নির্বাচন অবধারতিই ছিলো প্রায়। নভেম্বরের ঐতিহাসিক নির্বাচনে ন্যাশনাল ডেমোক্র্যাসী লীগ সংসদের দু’ কক্ষেই জয়ি হয়।

অন সান সূ চী নিজে প্রেসিডেন্ট হতে পারেন না এ কারনে বিদেশে জন্মগ্রহনকারী স্বামী বা স্ত্রী বা সন্তান থাকলে তিনি দেশের প্রেসিডেন্ট হতে পারবেন না বলে দেশটির সংবিধানে বিধিনিষেধ রয়েছে। অন সান সূ চীর প্রয়াত স্বামী বৃটিশ নাগরিক ছিলেন – তাঁর দু’ই পুত্রও বৃটেনের নাগরিক।

XS
SM
MD
LG