অ্যাকসেসিবিলিটি লিংক

সন্দেহজনক সুটকেসের কারণে নামিবিয়া থেকে এয়ার বার্লিনের ফ্লইট বিলম্বিত


সন্দেহজনক সুটকেসের কারণে নামিবিয়া থেকে এয়ার বার্লিনের ফ্লইট বিলম্বিত
সন্দেহজনক সুটকেসের কারণে নামিবিয়া থেকে এয়ার বার্লিনের ফ্লইট বিলম্বিত

জার্মানী বলছে নামিবিয়া থেকে এয়ার বার্লিনের একটি ফ্লইট ছাড়তে বিলম্ব হয়েছে কারণ পুলিশ একটি সন্দেহজনক সুটকেসে একটি যন্ত্র পেয়েছে যা দিয়ে বিষ্ফোরণ ঘটান যায়, মিউনিখের উদ্দেশ্যে যাত্রীবাহী বিমানটিতে অন্যান্য মালপত্রের সংগে ঐ সুটকেসটিও ওঠান হচ্ছিল।

জার্মান কর্তৃপক্ষ বলছেন উইন্ডহোক বিমান বন্দরে সুটকেসটি স্ক্যান করার সময় দেখা যায় ব্যাটারির সংগে পেঁচানো তার একটি ডিটোনেটর এবং একটি ঘড়ির সংগে আটকানো রয়েছে। বুধবার এটা খুজেঁ পাওয়ার কয়েক ঘন্টা পর, এটা বিষ্ফোরিত হতো কিনা সে সম্পর্কে নামিবিয়ার তদন্তকারিরা কিছু বলেন নি।

ব্যাপক নিরাপত্তা তল্লাশির পর বিমানটি উইন্ডহক থেকে রওয়ানা হয় এবং বৃহসপতিবার খুব সকালে মিউনিখ পৌছয়।

জার্মানী ইতোমধ্যেই তাদের নিরাপত্তা হুসিয়ারী আরো বাড়িয়েছে। স্বারাষ্ট্র মন্ত্রী থমাস ডি মাইযিয়ারী বুধবার সেদেশে সন্তাসী হুমকীর মাত্রা বৃদ্ধি করেছেন। নভেমবরের শেষে জার্মানীর ওপর হামলার সম্ভাবনা নিয়ে একটি বিদেশী গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের সংগে তিনি এই উদ্যোগের সংযোগ আছে বলে বলেন। ঐ গোয়েন্দা সংস্থার নাম তিনি বলেন নি।

XS
SM
MD
LG